ফিলিপাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ ৮ জন নিহত
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২২, ০২:৩৬
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছে একটি আবাসিক এলাকায় জনাকীর্ণ বসতিতে একসঙ্গে অনেকগুলো ঘরে আগুন লেগে যায়। এ ঘটনায় ৮ জন নিহত হয়েছে। এর মধ্যে ছয়জনই শিশু। দেশটির স্থানীয় কর্মকর্তারা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
স্থানীয় সময় সোমবার (২ মে) ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে প্রায় ৮০টি ঘর ধ্বংস হয়ে গেছে।
কুইজন সিটিতে ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ের বিস্তীর্ণ ক্যাম্পাসের ভেতরে একটি জনাকীর্ণ বসতিতে অবস্থিত একটি বাড়ির দ্বিতীয় তলায় প্রথমে আগুন লাগে। এরপর তা আশেপাশের অন্যান্য বাড়ি-ঘরেও ছড়িয়ে পড়ে।
তবে ওই অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা সম্ভব হয়নি। দমকল বাহিনীর শীর্ষ কর্মকর্তা গ্রেগ বিচাইদা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, প্রায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: ফিলিপাইন অগ্নিকাণ্ড
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।