বৃষ্টি উপেক্ষা করে পশ্চিমবঙ্গে ঈদ জামাতে মুসল্লিদের ঢল

আন্তজার্তিক ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২২, ০৪:১৫

বৃষ্টি উপেক্ষা করে পশ্চিমবঙ্গে ঈদ জামাতে মুসল্লিদের ঢল

ভারতের পশ্চিমবঙ্গে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর। একমাস রোজা রাখার পর কলকাতার আকাশে ঈদের চাঁদ দেখা গেছে সোমবার। ঈদের দিন সকালে রাজ্যের মসজিদে মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করেছেন। এদিন কলকাতার টিপু সুলতান মসজিদ, নাখোদা মসজিদ, ফুরফুরা শরিফ, পার্ক সার্কাস ময়দানসহ বিভিন্ন মসজিদে ছিল মুসল্লিদের ঢল।

মঙ্গলবার সকালে কলকাতার রেডরোডে অস্থায়ী ঈদগাহে সবচেয়ে বড় প্রায় লক্ষাধিক মানুষের ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সব বয়সী মানুষ এদিন স্বতঃস্ফূর্তভাবে ঈদের নামাজ পড়তে আসেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নামাজ শেষে সেখানে উপস্থিত হন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, দেশে বিভাজনের রাজনীতি চলছে। বাংলার ঐক্য দেখে অনেকের হিংসা হয়। মানুষের অধিকারের জন্য লড়াই করবো। মাথা নোয়াবো না। ভয় পাবেন না, লড়াই করুন।

মমতা বলেন, কলকাতায় মহাসমারোহে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। খুশির ঈদে মিলিত হচ্ছেন সবাই। এ দিনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলিত হন।

এসময় সংসদ সদস্য আভিষেক ব্যানার্জি সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে বলেন, কলকাতার সাধারণ মানুষ “মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান”- এ কথাকে স্মরণ রেখে ঈদের দিন সম্প্রীতির উৎসবে মেতে ওঠেন।

এদিন সকাল সোয়া ৬টায় নাখোদা মসজিদে সবচেয়ে বড় ঈদ জামাত হয়। সকাল সাড়ে সাতটায় ধর্মতলায় টিপু সুলতান মসজিদে নামাজ পড়েন মুসল্লিরা। সাড়ে আটটা রেড রোড এবং পার্ক সার্কাস ময়দান ঈদের নামাজ হয়। এখানে বাবুল সুপ্রিয়, দেবাশীষ কুমারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

একইদিন শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে জামা মসজিদ কমিটিতে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ আদায় শেষে সবাই একে ওপরের সঙ্গে কোলাকুলির মধ্য দিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top