• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


দুই হাজার শিশুকে ইউক্রেন থেকে রাশিয়ায় নেওয়া হয়েছে

আন্তজার্তিক ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২২, ০২:২৭

দুই হাজার শিশুকে ইউক্রেন থেকে রাশিয়ায় নেওয়া হয়েছে

কর্তৃপক্ষকে না জানিয়েই ইউক্রেনের কিয়েভ শহর থেকে ১১ হাজার ৫শ নাগরিককে গত সোমবার (২ মে) রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে প্রায় দুই হাজারই শিশু। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এ বিষয়টি নিশ্চিত করা হয়ছে। যদিও রাশিয়া বলছে, ইউক্রেনের এসব নাগরিককে তাদের অনুরোধেই রাশিয়ায় নেওয়া হয়েছে। কিন্তু ইউক্রেন বলছে, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত জোড়পূর্বক হাজার হাজার ইউক্রেনীয় নাগরিককে মস্কোয় নেওয়া হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তখন থেকে এখন পর্যন্ত প্রায় দুই লাখ শিশু এবং ১১ লাখ নাগরিককে ইউক্রেন থেকে রাশিয়ায় নেওয়া হয়েছে।

এদিকে কিয়েভ অঞ্চল থেকে এক হাজার ২০২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এসব ইউক্রেনীয় নাগরিক রুশ সেনাদের হাতে নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

কিয়েভ অঞ্চলের পুলিশ প্রধান অ্যান্ড্রি নেবিতভ বলেন, দুভার্গ্যজনক, আমরা প্রায় প্রতিদিনই রুশ সেনাদের ভয়াবহতা এবং অপরাধ দেখছি।

এক হাজার ২০২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহ ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হয়েছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top