শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২২, ২৩:৩২

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হোয়াইট হাউস বলেছে, করোনায় আক্রান্ত হওয়ায় ব্লিঙ্কেন স্থানীয় সময় আজ বৃহস্পতিবার চীনবিষয়ক নীতি নিয়ে পূর্বনির্ধারিত ভাষণ দেবেন না।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় গতকাল বুধবার ব্লিঙ্কেনের করোনা শনাক্ত হয়। তিনি ভার্চ্যুয়ালি দায়িত্ব পালন করবেন।

অ্যান্টনি ব্লিঙ্কেন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। তাঁর মৃদু উপসর্গ রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওই বিবৃতিতে আরও জানানো হয়, বেশ কয়েক দিন ধরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ব্লিঙ্কেনের দেখা হয়নি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, ব্লিঙ্কেন দীর্ঘপ্রতীক্ষিত পূর্বনির্ধারিত চীনবিষয়ক নীতি নিয়ে বক্তব্য দিচ্ছেন না।

বিবৃতিতে জানানো হয়, যত দ্রুত সম্ভব পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ে ফিরে আসবেন এবং দায়িত্ব পালন শুরু করবেন।

সূত্র: এএফপি

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top