মদপানে ইরানে ১০ জনের মৃত্যু
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৯ মে ২০২২, ০৬:০১
ইরানে বাড়িতে তৈরি বিষাক্ত মদপান করে ১০ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে দেশটির দক্ষিণাঞ্চলে। রোববার (৮ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হরমোজগান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের মুখপাত্র ফাতেমেহ নওরোজিয়ান বলেন, মৃতদের মধ্যে নয়জন পুরুষ ও একজন নারী রয়েছেন। উপকূলীয় শহর বন্দর আব্বাসের এ ঘটনায় ১৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
নওরোজিয়ান বলেন, বিষাক্ত মদ পানের পর ৭৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ৪৫ জনের ডায়ালাইসিসের প্রয়োজন হয়। এখনো চারজন দৃষ্টি প্রতিবন্ধকতায় ভুগছেন।
চলতি মাসের প্রথম দিকে অভিযান চালিয়ে পুলিশ আটজনকে গ্রেফতার করে। কারণ তারা বাড়িতে মদ তৈরির পাশাপাশি বিক্রি করছিল।
জানা গেছে, ইরানে মদের উৎপাদন, বিক্রি ও পান করা কঠোরভাবে নিষিদ্ধ। তবে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য এ ব্যাপারে কিছুটা ছাড় রয়েছে। যারা অবৈধভাবে দেশটিতে মদসহ ধরা পড়ে তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।