অ্যাপলকে পেছনে ফেলে শীর্ষে আরামকো
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২২, ০৫:২২
চলতি বছরের জানুয়ারি-মার্চে সৌদির তেল কোম্পানি আরামকোর লাভ ছাড়িয়েছে ৮০ শতাংশের বেশি। কোম্পানির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলার পর জ্বালানির বাজারে অস্থিরতা ও তেলের দাম বাড়ায় বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানিটি। রোববার (১৫ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে সম্পদের দিক দিয়ে এরই মধ্যে বিশ্বে সবার ওপরে উঠে এসেছে আরামকো। গায়ে লেগেছে সবচেয়ে দামি কোম্পানির তকমা। প্রযুক্তি কোম্পানি অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এখন সৌদি আরামকো।
সৌদি আরবীয়ান তেল কোম্পানি নামে পরিচিত আরামকোর প্রথম প্রান্তিকে নেট আয় দাঁড়িয়েছে ৩৯ দশমিক পাঁচ বিলিয়ন ডলারে। যা গত বছরের একই সময়ের ২১ দশমিক সাত বিলিয়ন ডলারের চেয়ে বেশি।
কোম্পানিটি এক বিবৃতিতে জানায়, প্রাথমিকভাবে অপরিশোধিত তেলের দাম ও বিক্রির পরিমাণ বৃদ্ধ এবং নিম্নমুখী মার্জিনগুলোর উন্নতির কারণে এই লাভ হয়েছে।
আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের বলেন, জ্বালানি নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা দীর্ঘমেয়াদি বিনিয়োগ, তেল ও গ্যাসের উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছি।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: অ্যাপল সৌদি আরামকো কোম্পানি তেল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।