ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করছে ফিনল্যান্ড
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২২, ০৬:১৮
অবশেষে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আবেদন করতে যাচ্ছে ফিনল্যান্ড। রোববার (১৫ মে) দেশটির কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিশোধের হুমকি উপেক্ষা করে নর্ডিক দেশটি নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো ও প্রধানমন্ত্রী সানা মারিন এক যৌথ বিবৃতিতে আবেদন করার সিদ্ধান্তের কথা জানান। তবে এটি ন্যাটোতে পাঠানোর আগে অবশ্যই সংসদে অনুমোদনের জন্য পাঠানো হবে বলেও জানান তারা।
এ সময় প্রধানমন্ত্রী মারিন বলেন, আমরা আশা করছি ন্যাটোতে যোগ দেওয়ার ক্ষেত্রে সংসদ আবেদনটির অনুমোদন দেবে। এ ব্যাপারে ন্যাটোর সঙ্গে জোরালো আলোচনা চলছে বলে জানান প্রেসিডেন্ট নিনিস্তো।
এদিকে ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে ফিনল্যান্ডকে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোকে পুতিন বলেন, বর্তমানে ফিনল্যান্ডের নিরাপত্তার জন্য কোনো হুমকি নেই। তবে এ অবস্থায় ফিনল্যান্ড তার নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসা হবে একটি ভুল সিদ্ধান্ত।
তাছাড়া গতকাল ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। রাশিয়ার জ্বালানি সরবরাহকারী কোম্পানি আরএও জানিয়েছে, বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: ন্যাটো ফিনল্যান্ড রাশিয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।