ইউক্রেনকে ৪ হাজার কোটি ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২২, ২৩:০১
ইউক্রেনের জন্য ৪ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজে অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ মে) বিলে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট।
বিবিসি জানায়, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর যুক্তরাষ্ট্র ইউক্রেনে যত সহায়তা পাঠিয়েছে, এই প্যাকেজ তার মধ্যে সবচেয়ে বড়।
সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তার এই প্যাকেজ অনুমোদনের পক্ষে ৮৬ ও বিপক্ষে ১১ জন মার্কিন সিনেটর ভোট দিয়েছেন। গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়।
এক রিপাবলিকান সিনেটরের আপত্তিতে বিলটি পাসে বিলম্ব হলো। আর ১১ সিনেটর বিপক্ষে ভোট দিয়েছেন তারা সবাই রিপাবলিকান। বিলম্ব হলেও কংগ্রেস থেকে অনুমোদন পাওয়ার পর এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে।
সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার বলেন, বৃহৎ এই সহায়তা বেঁচে থাকার জন্য লড়াইরত ইউক্রেনীয়দের চাহিদা মেটাবে।
সূত্র: বিবিসি, ভক্স ডটকম
এনএফহ৭১/এমএ/২০২২
বিষয়: ইউক্রেন যুক্তরাষ্ট্র
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।