পাকিস্তানে দাবানল তীব্র আকার ধারণ করেছে
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২২, ০৪:২৫
পাকিস্তানে গত সপ্তাহে শুরু হওয়া দাবানল তীব্র আকার ধারণ করেছে। দেশটির খাইবার পাখতুনের সোয়াত জেলার বিভ্ন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। উদ্ধার কাজে নিয়োজিত দল এ তথ্য নিশ্চিত করেছে। খবর জিও নিউজের।
জানা গেছে, মারঘুজারের পাহাড়ি এলাকায় নতুন করে দাবানল ছড়িয়েছে। এরই মধ্যে সেখানের অগুন নেভানোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এতে আশপাশের বসতি এলাকায় আগুন ছড়ানোর ঝুঁকি তৈরি হয়েছে।
গতকাল (১১ জুন) সোয়াতের মাট্টা শহরের কালা কোট বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখনো সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
দেশটির বেশ কিছু বাহিনী, উদ্ধারকারী সেবা ও বেসরকারি প্রতিরক্ষা কর্মকর্তারা আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে।
এর আগে অর্থাৎ গত সপ্তাহে শাংলায় তহসিল চাকেসারের একটি পাহাড়ে অবস্থিত আলী জান কাপরাই গ্রামে আগুন নেভাতে গিয়ে এক পরিবারের চার সদস্য নিহত ও অপর একজন আহত হন।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।