সৌদিতে তিন মাস মধ্যদুপুরে কাজ নিষিদ্ধ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৫ জুন ২০২২, ১০:১১

সৌদিতে তিন মাস মধ্যদুপুরে কাজ নিষিদ্ধ

মধ্যদুপুরে বাইরে বসে সূর্যের আলোয় কাজ করায় নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। মূলত তীব্র গরমের কারণে কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী তিন মাসের জন্য জারি থাকবে এই নিষেধাজ্ঞা।

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সির বরাতে সোমবার (১৩ জুন) এ তথ্য জানায় মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ।

এতে বলা হয়, দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত সৌদি আরবে বাইরে কাজ করা যাবে না। গ্রীষ্মের মাসগুলোতে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় এই সিদ্ধান্ত নেয় দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়। যা ১৫ জুন থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে সরাসরি সূর্যের আলোতে সব ধরনের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়। যা ১৫ জুন থেকে কার্যকর হবে। এই নিষেধাজ্ঞা চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

নিষেধাজ্ঞার সময় শ্রমিকদের কাজের সময়ের রূপরেখা ঠিক করা এবং সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। যারা এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ১৯৯১১ নম্বর বা মন্ত্রণালয়ের অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে বলা হয়েছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top