মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প সরিয়ে নিবে নেপাল
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ জুন ২০২২, ০৬:০৩
মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প অন্য জায়গায় সরিয়ে নেওয়ার চিন্তা-ভাবনা করছে নেপাল সরকার। আশপাশের পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নেপালের পর্যটন বিভাগের ডিরেক্টর জেনারেল তারানাথ অধিকারীর জানিয়েছেন, বেস ক্যাম্পের অবস্থানের কাছাকাছি খুম্বু হিমবাহ গলে যাওয়ার কারণে কিছুটা ঝুঁকি তৈরি হয়েছে।
তারানাথ অধিকারীর বলেন, অসংখ্য অংশিদারদের কাছ থেকে আমরা বেস ক্যাম্প অন্য জায়গায় সরিয়ে নেওয়ার সুপারিশ পেয়েছি ও গ্রহণ করেছি। এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে তাদের পরামর্শ আমরা গুরুত্বসহকারে নিয়েছি।
জানা গেছে, যারা বেস ক্যাম্প অন্য জায়গায় সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তাদের মধ্যে স্থানীয় বাসিন্দা, পর্বতারোহী ও পরিবেশ বিশেষজ্ঞরা রয়েছেন। তারপরও বিশ্বের সর্বোচ্চ এ শৃঙ্গটিতে কোনো পরিবর্তন করা হলে ভেবে-চিন্তে হবে। এক্ষেত্রে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেওয় হবে না।
যেহেতু এভারেস্টে গবেষণা কার্যক্রম শুধু বসন্তকালে পরিচালিত হতে পারে। ফলে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। কিছু গবেষণা এই বছরের বসন্তে পর্বতারোহণের মৌসুমে হয়েছে।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প নেপাল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।