নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় ৩০ সেনা নিহত
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩ জুলাই ২০২২, ২২:৩৫
নাইজেরিয়ায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় অন্তত ৩০ সেনাসদস্য নিহত হয়েছেন। রোববার (৩ জুলাই) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত (২৯ জুন) বুধবার দেশটির নাইজার প্রদেশের শিরোরো এলাকার একটি খনিতে হামলার পর অপহরণের শিকার শ্রমিকদের খোঁজে সেখানে সেনা মোতায়েন করা হয়েছিল। সেখানেই সেনাদের ওপর বন্দুকধারীরা অতর্কিতে হামলা চালায় এবং গুলিবর্ষণ করে।
উল্লেখ্য, নাইজেরিয়ায় উত্তরাঞ্চলে প্রায় ডাকাতি, হত্যা, বন্দি ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে নাইজেরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই করছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
সূত্র : রয়টার্স
বিষয়: নাইজেরিয়া সন্ত্রাসী হামলা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।