তুরস্ক ও পশ্চিমারা দায়েশ সন্ত্রাসীদেরকে ইউক্রেনে পাঠাচ্ছে: সিরিয়ার রাষ্ট্রদূত

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ জুলাই ২০২২, ০৬:৪১

তুরস্ক ও পশ্চিমারা দায়েশ সন্ত্রাসীদেরকে ইউক্রেনে পাঠাচ্ছে: সিরিয়ার রাষ্ট্রদূত

রাশিয়ায় নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত রিয়াদ হাদ্দাদ বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও হায়াতে তাহরির আশ-শামের সদস্যদেরকে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সিরিয়ার ইদলিব শহর থেকে ইউক্রেনে পাঠাচ্ছে তুরস্ক ও পশ্চিমা কয়েকটি দেশ।

গতকাল (সোমবার) রাশিয়ার বার্তা সংস্থা তাস-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেন সিরিয়ার রাষ্ট্রদূত। এ ঘটনা মোটেই আশ্চর্যজনক নয় বলেও তিনি মন্তব্য করেন। রিয়াদ হাদ্দাদ বলেন, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে বিভিন্ন নামে পশ্চিমারা ইউক্রেনে পাঠাচ্ছে সেখানকার শান্তিপ্রিয় সাধারণ জনগণের ওপর হত্যাযজ্ঞ ও নিপীড়িন চালানোর জন্য।  

সাক্ষাৎকারের এক পর্যায়ে সিরিয়ার রাষ্ট্রদূত বলেন, তার দেশ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে সম্পূর্ণভাবে সমর্থন করে। তিনি বলেন, ভাড়াটে ও নব্য-নাজিবাদীদের হাত থেকে রাশিয়া তার জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য এই অভিযান পরিচালনা করছে।

সিরিয়ার রাষ্ট্রদূত বলেন, চলমান এই অভিযানের মধ্যে রাশিয়া পশ্চিমাদের থেকে আসা নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এর মধ্যে একটি হলো গণমাধ্যমের প্রতারণা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার যার লক্ষ্য হচ্ছে সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্যে পরিণত করা এবং রাশিয়ার ভাবমর্যাদা ক্ষুণ্ন করা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top