স্লোভিয়ানস্কের বাজারে রাশিয়ার হামলা, হতাহত ৯
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ জুলাই ২০২২, ২১:২৮
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্লোভিয়ানস্ক শহরের একটি মার্কেটে হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এতে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। রুশ হামলার পর স্লোভিয়ানস্কের ওই বাজারে আগুন ধরে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।
বুধবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। হামলার পর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্কের আঞ্চলিক প্রধান পাভলো কিরিলেঙ্কো বলছেন, ‘এটি নির্ভেজাল সন্ত্রাস।’
স্লোভিয়ানস্ক শহরের মেয়র ভাদিম লিয়াখ বলেছেন, কাছাকাছি অবস্থান থেকে শহরে কামানের গোলা দিয়ে আঘাত করছে রুশ সেনারা। কারণ (লিসিচানস্কের পতনের পর) এই শহরটি যুদ্ধের ফ্রন্টলাইন হয়ে উঠেছে।
মঙ্গলবারের এই হামলার পর অগ্নিকাণ্ডের ছবি ফেসবুকে পোস্টের পর তিনি ব্যাপক গোলাগুলির কথা উল্লেখ করে লোকজনকে আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন।
এর আগে গত রোববার স্লোভিয়ানস্ক শহরে রুশ সামরিক বাহিনীর হামলায় ৬ জন নিহত হয়েছিলেন। সেই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। সপ্তাহান্তে চালানো সেই হামলার দু’দিনের মাথায় শহরটিতে ফের রুশ হামলা ও হতাহতের ঘটনা ঘটল।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।