জ্বালানির জন্য পুতিনের সাহায্য চাইলেন গোটাবায়া রাজাপাকসে
আন্তজার্তিক ডেস্ক | প্রকাশিত: ৮ জুলাই ২০২২, ০৪:২০
জ্বালানি তেলের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাহায্য চেয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। ১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর দেশটি চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ না থাকায় আমদানি করতে পারছে না জ্বালানি তেলসহ গুরুত্বপূর্ণ পণ্য। জ্বালানি স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে লাইন। বৃহস্পতিবার (৭ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জানিয়েছেন, জ্বালানি তেল আমদানি ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কার্যকর আলোচনা হয়েছে। এর আগে শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী সতর্ক করে জানান,এখন যে পরিমাণ পেট্রল আছে তা দ্রুত শেষ হয়ে যাবে।
বুধবার (৬ জুলাই) হাজার হাজার মানুষ রাজধানী কলম্বোতে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে।
গোটাবায়া রাজাপাকসে এক টুইট বার্তায় আরও জানিয়েছেন, জ্বালানি আমদানির জন্য রাশিয়ার নেতার কাছে ক্রেডিট সহায়তার প্রস্তাবের অনুরোধ করেছি। তাছাড়া মস্কো ও কলম্বোর মধ্যে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। গত মাসে রাশিয়ার এয়ারলাইনস এরোফ্লট পরিষেবা বন্ধ করে।
এদিকে অর্থনৈতিকভাবে দেউলিয়া শ্রীলঙ্কায় এবার সুদের হার বাড়ানো হয়েছে। উচ্চ মূল্যস্ফীতি ও চাহিদা নিয়ন্ত্রণে দেশটির কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।