ইউরোপের দাবানল নিয়ন্ত্রণে নেই

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৭ জুলাই ২০২২, ০৫:১০

ইউরোপের দাবানল নিয়ন্ত্রণে নেই

ইউরোপের দাবানল নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। শনিবার (১৬ জুলাই) কয়েক হাজার অগ্নিনির্বাপণ কর্মী পর্তুগাল, স্পেন ও দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের দাবানল নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

স্পেন সীমান্তের কাছে উত্তর পর্তুগালের ফজ কোয়া এলাকায় পানি ছোড়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছে। ফ্রান্সের জিরোন্ডি অঞ্চলে দাবানল আরও ছড়িয়ে পড়ায় ১২ হাজারেরও বেশি লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে। স্পেনের দক্ষিণাঞ্চলীয় মিজাস পার্বত্য অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় কোস্টা ডি সল এলাকা থেকে পালিয়েছে প্রায় দুই হাজার ৩০০ মানুষ।

টরেমোলিনোসের সৈকতে ছুটির দিনে ঘুরতে যাওয়া লোকজন পাহাড়ে ধোঁয়ার বড় কুণ্ডুলি উঠতে দেখেছেন। সেখানে বেশ কয়েকটি বিমান আগুন নিয়ন্ত্রণ করছে।

এদিকে, একজন স্থানীয় বাসিন্দা ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম আটলান্টিক উপকূলের কাছে বনের দাবানলকে ‘ধ্বংসের পূর্ব অবস্থা’ বলে বর্ণনা করেছেন।

বার্তা সংস্থা এএফপিকে টেস্টে-ডি-বুকের কাছে বসবাসকারী ক্যারিন বলেন, ‘আমি আগে কখনো এমন দেখিনি।’

বোর্দো এলাকার ঠিক দক্ষিণে আরেকটি দাবানলে প্রায় ১০ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। সেখানে প্রায় তিন হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

মঙ্গলবার থেকে, পর্তুগালে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস এবং স্পেনে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে বিরাজ করছে। উভয় দেশেই গরমে ৩০০ জনের বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে স্পেনের ইএফই বার্তা সংস্থা। পর্তুগালে দাবানলে চলতি বছর ৩০ হাজার হেক্টর জমি ধ্বংস হয়েছে।

দাবানলে ভূমধ্যসাগরের অন্যান্য অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতালিতে সরকার পো নদীর উপত্যকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে। গ্রিসের এথেন্সের প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ক্রিটের উত্তর উপকূলে রেথিমনোর কাছে ফেরিজা এলাকায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দাবানলের কারণে রেথিমনোর কাছে সাতটি গ্রাম খালি করা হয়েছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top