বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

আফগানিস্তানে ফের ভূমিকম্প, আহত ৩১

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ জুলাই ২০২২, ০৬:২৪

আফগানিস্তানে ফের ভূমিকম্প, আহত ৩১

এক মাসেরও কম সময়ের মধ্যে ফের ভূমিকম্প হলো আফগানিস্তানে। আগেরবারের মতো এবারও ঘটনাস্থল দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকতিকা।

আফগানিস্তানের সংবাদমাধ্যম তোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার কাছাকাছি সময়ের মধ্যে তিনটি ভূমিকম্প হয়েছে পাকতিকায়। প্রথম ভূমিকম্পটি হয় বিকাল ৪ টা ৪৫ মিনিটে, সেটি ছিল ৪ দশমিক ৩ মাত্রার। পরেরটি হয় তার কিছুক্ষণ পর, ৪ টা ৫২ মিনিটে। ৫ দশমিক ১ মাত্রার ছিল সে ভূমিকম্পটি।

শেষ ভূমিকম্পটি হয় সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে এবং সেটি ছিল ৪ দশমিক ৭ মাত্রার।

পাকতিকা প্রাদেশিক সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান মুহম্মদ আমিন হুজাইফা জানিয়েছেন, সোমবারের ভূমিকম্পে পাকতিকার তিন জেলা বারমাল, গিয়ানি এবং জিরোজে মোট ৩১ জন আহত হয়েছেন, সেই সঙ্গে ধ্বংস হয়ে গেছে কয়েক ডজন বাড়িঘর।

গত ২২ জুন এই পাকতিয়া ও তার পার্শ্ববর্তী প্রদেশ খোস্টে পরপর ৬ দশমিক ১ ও ৫ দশমিক ৯ মাত্রার দু’টি ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে নিহত হন মোট ১ হাজার ১৫০ জন, আহত হন ১ হাজার ৩০০ জন এবং ১০ হাজারেরও বেশি বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে।

যুক্তরাষ্ট্র, বাহরাইন ও ভারত ইতোমধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য নগদ অর্থ ও ত্রাণসামগ্রী পাঠিয়েছে আফগানিস্তানে। জাতিসংঘের আফগানিস্তান শাখা কার্যালয়ের মাধ্যমে এই ত্রাণ দুর্গত জনগণের মধ্যে বিতরণ করার কথা রয়েছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top