ইসরায়েলের সেনাবাহিনীর অভিযানে ২ ফিলিস্তিনি নিহত
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ০৪:১৩
পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর আল জাজিরার।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, মোহাম্মদ আজিজি (২৫) বুকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। অপরদিকে আবদুল রাহমান জামাল সোলেইমান সোবাহ’র (২৮) মাথায় গুলি লেগেছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী মধ্যরাতের পরে নাবলুসের আল-ইয়াসমিনায় হামলা চালায়। সে সময় বিস্ফোরক ও বোমা দিয়ে হামলা চালানো হয় এবং একটি বাড়ি ঘিরে ফেলা হয়। একই সঙ্গে ক্রমাগত গুলি চালানো হলে দুই ফিলিস্তিনি নিহত হন।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর অভিযানে কমপক্ষে আরও ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে ফিলিস্তিনের শীর্ষ কর্মকর্তা হুসেইন আল শেইখ এক টুইট বার্তায় বলেন, প্রাচী নাবলুস নগরীতে দখলদার বাহিনীর আরও একটি অপরাধ সংঘটিত হয়েছে। সেখানে দুই ফিলিস্তিনি নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছে। তিনি বলেন, আমরা কঠোরভাবে এই অপরাধের নিন্দা জানাই। গত মার্চের শেষের দিকে কমপক্ষে ৫২ জন নিহত হয়েছে। এর মধ্যে অধিকাংশই পশ্চিম তীরে।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।