• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


শিক্ষার্থী অপহরণের দায় স্বীকার করেছে বোকো হারাম

নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০, ২২:২৭

ইন্টারন্যাশনাল ডেস্ক:

নাইজেরিয়ার ক্যাটসিনা রাজ্যের কানকারা এলাকায় গভর্নমেন্ট সায়েন্স সেকেন্ডারি স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী অপরণের দায় স্বীকার করেছে দেশটির সশস্ত্র জঙ্গি গোষ্ঠী বোকো হারাম।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এক অডিও বার্তায় জঙ্গি গোষ্ঠী বোকো হারামের এক মুখপাত্র আবুবকর শেকাউ বিষয়টি নিশ্চিত করেছেন। শেকাউ বলেন, ‘আমি আবুবকর শেকাউ। আমাদের ভাইয়েরা শিক্ষার্থীদের অপহরণ করেছে। তবে কেন তাদের অপহরণ করা হয়েছে তার কিছুই জানাননি তিনি। এমনকি কোন মুক্তিপণের বিষয়ও উল্লেখ করেননি বোকো হারামের এই মুখপাত্র।

প্রসঙ্গত, গত শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে ক্যাটসিনা রাজ্যের কানকারা এলাকায় গভর্নমেন্ট সায়েন্স সেকেন্ডারি স্কুল নামের ওই বিদ্যালয়ে অতর্কিতে হামলা চালায় মোটরসাইকেল আরোহী কয়েকজন বন্দুকধারী। ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়। বিদ্যালয়ে থাকা আট শতাধিক শিক্ষার্থীর প্রায় অর্ধেক হোস্টেল ছেড়ে পালিয়ে যায়। এদের মধ্যে তিন শতাধিক শিক্ষার্থী নিখোঁজ।

শিক্ষার্থীদের উদ্ধারে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা নাইজেরিয়াজুড়ে যখন সাড়াঁশি অভিযান চালাচ্ছে, ঠিক তখনই এমন দাবি করেছে বোকো হারাম।

এনএফ৭১/জেএস/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top