গাজায় ইসরায়েলের বিমান হামলা, ৬ শিশুসহ নিহত বেড়ে ২৪

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ আগষ্ট ২০২২, ২১:৫০

গাজায় ইসরায়েলের বিমান হামলা, ৬ শিশুসহ নিহত বেড়ে ২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। নিহতদের মধ্যে ৬ জন শিশু। এছাড়া আহত হয়েছেন আরও দুই শতাধিক ফিলিস্তিনি।

ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে গত দুই দিন ধরে চলা বিমান হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। রোববার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাস প্রশাসন পরিচালিত গাজায় স্বাস্থ্য কর্তৃপক্ষের হালনাগাদ তথ্যে বলা হয়েছে, গত শুক্রবার থেকে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। নিহতদের মধ্যে ছয় শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ২০৪ জন।

তবে শনিবার ইসরায়েল দাবি করেছে যে, গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া এলাকায় একাধিক শিশুর মৃত্যুর জন্য ইসলামিক জিহাদ সন্ত্রাসীদের রকেট দায়ী বলে তাদের কাছে ‘অকাট্য’ প্রমাণ রয়েছে।

অবশ্য জাবালিয়ার ঘটনায় কতজন শিশু নিহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে এএফপি। তবে এএফপি’র একজন ফটোগ্রাফার ওই এলাকার হাসপাতালে ছয়টি মৃতদেহ দেখেছেন। যার মধ্যে তিনজন নাবালক রয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top