ইউক্রেনের বন্দর থেকে আরো দুটি খাদ্যশস্যবাহী জাহাজ ছেড়েছে
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১০ আগষ্ট ২০২২, ০০:৩১
ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দর থেকে আরও দুটি জাহাজ খাদ্যশস্য নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছে। তুরস্ক এবং ইউক্রেনের কর্মকর্তারা এই খবর জানিয়েছেন।
সম্প্রতি জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যে চুক্তি হয় তার আওতায় এসব খাদ্যশস্যবাহী জাহাজ ইউক্রেনের বন্দর থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (সোমবার) জানিয়েছে, সাকুরা নামে একটি জাহাজ ইউক্রেনের পিভদেনি বন্দর থেকে ১১ হাজার টন সয়াবিন নিয়ে ইতালির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। এছাড়া অ্যারিজোনা নামে আরেকটি জাহাজ ৪৮ হাজার ৪৫৮ টন খাদ্যশস্য নিয়ে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় ইস্কান্দারুন বন্দরের দিকে রওয়ানা দিয়েছে।
ইউক্রেনের অবকাঠামো বিষয়ক মন্ত্রী আলেকজান্ডার কুবরাকভ নিশ্চিত করেছেন যে, দুটি খাদ্যশস্যবাহী জাহাজ তার দেশের বন্দর ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। তিনি জানান, পিভদেনি হচ্ছে তৃতীয় বন্দর যেখান থেকে বিদেশে খাদ্যশস্য রপ্তানি করা হচ্ছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সম্প্রতি যে চুক্তি হয়েছে তার আওতায় এই বন্দর থেকেও খাদ্যশস্য আমদানি করা যাবে বলে কুবরাকভ দাবি করেন।
তার তথ্য অনুসারে, পিভদেনি বন্দরকে আমদানি রপ্তানির আওতায় আনার কারণে ইউক্রেন থেকে প্রতি মাসে এখন ৩০ লাখ টন খাদ্যশস্য রপ্তানি বেড়ে যাবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।