ট্রাম্পের বাড়ি থেকে টপ সিক্রেট নথি উদ্ধার
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২২, ০৬:০৬
ফ্লোরিডার মার এ লাগোতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে অতি স্পর্শকাতর নথি উদ্ধার করেছে গোয়েন্দা সংস্থা এফবিআই। শনিবার সিএনএন এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে ট্রাম্পের বাড়িতে তল্লাশি অভিযান চালায় এফবিআইয়ের গোয়েন্দারা। ওই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে সরকারের তুমুল সমালোচনা করে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি।
ট্রাম্পের বাড়িতে পাওয়া নথিগুলো করে বাক্সবন্দি করা হয়েছিল। শুক্রবার আদালতে সেই সিল ভাঙা হয়। এতে দেখা গেছে, কিছু নথির ওপরে ‘টপ সিক্রেট/এসসিআই’ লেখা ছিল। এর মানে হচ্ছে ওই নথিগুলো সর্বোচ্চমাত্রার স্পর্শকাতর ছিল।
এছাড়া ট্রাম্পের বাড়ি থেকে ‘টপ সিক্রেট’ লেখা চার সেট নথি, ‘সিক্রেট’ লেখা তিন সেট এবং ‘কনফিডেন্সিয়াল’ লেখা তিন সেট সরকারি নথি উদ্ধার করা হয়েছে।
সব মিলিয়ে ট্রাম্পের বাড়ি থেকে ২০ বাক্সেরও বেশি নথি ও অন্যান্য রেকর্ড উদ্ধার করা হয়েছে। এগুলোর মধ্যে বাঁধাই করা ছবি, গোপনীয় সরকারি উপকরণ সেট এবং অন্তত একটি হাতে লেখা নোট রয়েছে।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: ডোনাল্ড ট্রাম্প নথি উদ্ধার এফবিআই
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।