পাকিস্তানে বাসে অগ্নিদগ্ধ হয়ে নিহত ২০

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২২, ০৪:৫১

পাকিস্তানে বাসে অগ্নিদগ্ধ হয়ে নিহত ২০

পাকিস্তানের মুলতান-সুক্কুর মোটরওয়েতে তেলবাহী ট্যাঙ্কারকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এছাড়া ছয়জন আহত হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) কর্মকর্তাদের বরাত দিয়ে ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।

মুলতানের ডেপুটি কমিশনার তাহির ওয়াট্টু এক বিবৃতিতে জানিয়েছেন, লাহোর থেকে করাচিগামী যাত্রীবাহী বাসটি মোটরওয়ের জালালপুর পিয়ারওয়ালা ইন্টারচেঞ্জে পেছন দিক থেকে তেলের ট্যাঙ্কারকে ধাক্কা দেয়। এতে মুহূর্তেই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং ২০ জন মারা যায়।

পরে মুলতানের কমিশনার আমির খট্টকও এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

মোটরওয়ে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ট্যাঙ্কারটিতে কয়েক হাজার লিটার পেট্রোল ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনার আগ মুহূর্তে বাস চালক ঘুমিয়ে পড়েছিলেন।

মুলতানের নিশতার হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. আমজাদ চান্দিও জানিয়েছেন, আহতদের মধ্যে চার জনকে প্রাথমিকভাবে বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top