রিজার্ভ কমায় ভুটানের গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২২, ০৪:৩৪

রিজার্ভ কমায় ভুটানের গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞা

বিদেশি মুদ্রার রিজার্ভ বাঁচাতে গাড়ি আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ভুটান। দেশটির সরকারের এক নোটিশের বরাত দিয়ে শুক্রবার (১৯ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নোটিশে বলা হয়, ইউটিলিটি যানবাহন, ভারী মাটি সরানোর যন্ত্র এবং কৃষি যন্ত্রপাতি বাদে সব ধরনের যানবাহন আমদানির ওপর নিষেধাজ্ঞা থাকবে। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন নিশ্চিত করতে সাময়িক এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

জানা গেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ভুটানে তেল ও খাদ্যশস্যের দাম বেড়ে যায়। এ ছাড়া করোনা রোধে কড়াকড়িতে গত দুই বছরে দেশটিতে বিদেশি পর্যটকের খরা দেখা দেয়। যে কারণে ভুটানে বিদেশি মুদ্রা আসার চেয়ে কমতে থাকে।

রয়্যাল মনিটারি অথরিটির ডেটা অনুযায়ী, ২০২১ সালের এপ্রিলে ভুটানে বিদেশি মুদ্রার সঞ্চয়ন ছিল ১৪৬ কোটি ডলার। ওই বছরের ডিসেম্বরে সেটি কমে দাঁড়ায় ৯৭ কোটি ডলারে।

সূত্র : রয়টার্স




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top