করোনায় আক্রান্ত জাপানের প্রধানমন্ত্রী
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ আগষ্ট ২০২২, ০৬:০৭
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার (২১আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে।
ফুমিও কিশিদা সবেমাত্র সপ্তাহব্যাপী ছুটি থেকে ফিরেছেন। সোমবার তার কাজে যোগদানের কথা।
শনিবার কাশি ও জ্বর হওয়ায় রোববার সকালে তিনি পিসিআর পরীক্ষা করেছিলেন। স্থানীয় সময় বিকেলে তার করোনা পজিটিভ ধরা পড়ে বলে মন্ত্রিপরিষদের একজন মুখপাত্র জানিয়েছেন।
চলতি বছর জাপানে পুনরায় করোনভাইরাসের সংক্রমণ শুরু হয়। এতে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ে। অবশ্য দেশটিতে এখন করোনায় মৃত্যু তুলনামূলকভাবে কম। ইতোমধ্যে দেশটিতে করোনার বিধিনিষেধ শিথিল করা হয়েছে।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: করোনা ভাইরাস জাপান প্রধানমন্ত্রী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।