• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


৩০ ঘণ্টা পর সোমালিয়ার হোটেল দখলমুক্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ আগষ্ট ২০২২, ০৮:৪৯

৩০ ঘণ্টা পর সোমালিয়ার হোটেল দখলমুক্ত

সোমালিয়ার হায়াত হোটেলে ভয়াবহ জঙ্গি হামলা শুরু হয় শুক্রবার (১৯ আগস্ট)। ৩০ ঘণ্টা ধরে সংঘর্ষের পরে হোটেল থেকে জঙ্গিদের সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। তবে সরকারি ভাবে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। এরই মধ্যে জঙ্গি হামলায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর আহত হয়েছেন প্রায় ৭০ জন।

সংবাদ সংস্থা এএফপিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্তা জানিয়েছেন, দেশের নিরাপত্তাবাহিনী আপাতত হোটেলটিকে দখলমুক্ত করেছে। জঙ্গিরা সবাই মারা গিয়েছে। হোটেলের মধ্যে কোনো বিস্ফোরক রয়েছে কি না, তার জন্য তল্লাশি চালানো হচ্ছে। তবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে বা আহতের সংখ্যা কত, সেই বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি।

জানা গেছে, জঙ্গি হামলা নিয়ে রোববার (২১ আগস্ট) সাংবাদিক বৈঠক করবে সোমালিয়া সরকার। এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে আল কায়দার শাখা সংগঠন আল শাবাব।

প্রতিবেদনে বলা হয়, ২৬/১১-র মুম্বই হামলার মতোই শুক্রবার সোমালিয়ার রাজধানী মোগাদিশুর অদূরে অবস্থিত অভিজাত হায়াত হোটেলে হামলা চালায় জঙ্গিরা। একটি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হোটেল ঢুকে আত্মঘাতী হামলা করে জঙ্গিরা। হামলায় মোগাদিশুর গোয়েন্দা প্রধান মূহদিন মহামেদও আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

রোববার সোমালিয়ায় মার্কিন বিমান হানায় আল শাবাবের ১৩ জন সদস্য নিহত হয়। সেই আক্রমণের বদলা নিতেই মোগাদিশুর হোটেলে হামলা চালিয়েছে জঙ্গি সংগঠনটি বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top