রাশিয়ায় মিনিবাস-লরির সংঘর্ষে নিহত অন্তত ১৬

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ আগষ্ট ২০২২, ১২:১৮

রাশিয়ায় মিনিবাস-লরির সংঘর্ষে নিহত অন্তত ১৬

রাশিয়ার উলিয়ানভস্কে দাঁড়িয়ে থাকা মিনিবাসের সঙ্গে একটি লরির সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে এবং আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২১ আগস্ট) স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উলিয়ানভস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী, ভারী পণ্যবাহী গাড়িটির চালক সময়মতো গতি না কমিয়ে দাঁড়িয়ে থাকা মিনিবাসটিকে ধাক্কা দেয়।

এতে বলা হয়, দুর্ঘটনাস্থলে রাস্তার সংস্কার কাজ হচ্ছিল। মিনিবাসটি যাওয়ার জন্য একটি সারিতে অপেক্ষা করছিল। দুটি লরির মধ্যে মিনিবাসটি আটকা পড়েছিল।

পুলিশের সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, দুটি লরির মধ্যে পড়ে মিনিবাসটি দুমড়ে-মুচড়ে গেছে। পরে জরুরি পরিষেবা কর্মীরা চ্যাপ্টা গাড়িটি পরিদর্শন করছেন।

বার্তা সংস্থা তাস জানায়, এ ঘটনায় রাশিয়ার তদন্ত কমিটি একটি অপরাধ খতিয়ে দেখছে।

আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্রের বরাত দিয়ে তাস বলছে, নিহতদের মধ্যে লরিচালকও রয়েছেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top