ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার বালি

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২২, ০৩:৪৭

ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার বালি

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আঘাত হেনেছে মাঝারি মাত্রা ভূমিকম্প। সোমবার (২২ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৪টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৬ মিনিট) দেশটির ডেনপাসার এলাকায় আঘাত হানে এ ভূকম্পন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল ডেনপাসার থেকে ৪৯ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪০ দশমিক ৯ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পটিতে বড় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের কারণে দ্বীপের কুতা এলাকার মানুষজনকে দৌড়ে বাড়িঘর থেকে বেরিয়ে আসতে দেখা গেছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ভূমিকম্পটি যথেষ্ট তীব্র এবং প্রায় এক মিনিট স্থায়ী ছিল। ভূমিকম্পের পর ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) টুইটে বালি দ্বীপের একটি ভবনে ফাটলের ছবি দেখা গেছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top