কর্ণাটকে ট্রাকের সঙ্গে জিপের সংঘর্ষে নিহত ৯

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২২, ০৪:৪১

কর্ণাটকে ট্রাকের সঙ্গে জিপের সংঘর্ষে নিহত ৯

ভারতের কর্ণাটকে ট্রাকের সঙ্গে একটি জিপের ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় ৯ যাত্রী নিহত এবং ১৪ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভোরে কর্ণাটকের তুমাকুরু জেলায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুই শিশু ও চার নারী রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার জিপ গাড়িটি সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে গেছে এবং গাড়ি থেকে আহতদের বের করে আনতে বেগ পেতে হয়েছে উদ্ধারকারীদের।

ভোর ৪টার দিকে বেঙ্গালুরু থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে কালামবেল্লা থানাধীন জাতীয় সড়ক-৪৮-এর বালেনাহাল্লি গেটের কাছে দুর্ঘটনাটি ঘটে।

রাইচুর জেলার মানভি থেকে বেঙ্গালুরুগামী গাড়িটিতে ২৩ জন ছিল।

পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত গাড়িতে থাকা শ্রমিকরা কর্মসংস্থানের সন্ধানে যাচ্ছিলেন। কৃষ্ণাপ্পা নামের গাড়িরচালক ঘটনাস্থলেই মারা যান।

আহতদের তাৎক্ষণিকভাবে তুমাকুরুর সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানায়, আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনার খুঁজে বের করার জন্য তদন্ত চলছে বলেও জানায় পুলিশ।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top