লাখ লাখ শিক্ষার্থীর ঋণ মাফের ঘোষণা বাইডেনের

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২২, ০৪:৪৭

লাখ লাখ শিক্ষার্থীর ঋণ মাফের ঘোষণা বাইডেনের

শিক্ষার্থীদের ঋণ মওকুফে ঐতিহাসিক এক ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির শিক্ষার্থীদের নেওয়া ঋণের অন্তত ১০ হাজার ডলার মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়।

এতে বলা হয়, যাদের বার্ষিক আয় ১ লাখ ২৫ হাজার ডলারের কম তারা এ ঋণ সুবিধা পাবে। এছাড়া, যেসব শিক্ষার্থীর আর্থিক সক্ষমতা আরও দুর্বল তারা পেল গ্রান্ট সুবিধার অধীনেও ঋণ পায়। এক্ষেত্রে ২০ হাজার ডলার পর্যন্ত মওকুফ করা হবে।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, যেসব পরিবারের সত্যিকার অর্থেই সহায়তার প্রয়োজন তাদের লক্ষ্য করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ মধ্যবিত্ত পরিবারগুলো করোনা মহামারিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন শিক্ষা বিভাগ জানিয়েছে, এ সিদ্ধান্তের ফলে ৮০ লাখ ঋণগ্রহীতা সরাসরি সুবিধা পাবে। অন্যদের আবেদন করতে হবে।

বাইডেনের এ ঘোষণা স্বাগত জানিয়েছে অনেকে। জনপ্রতি ১০ হাজার ডলার মওকুফ করাতে ফেডারেল সরকারের খরচ বাড়বে প্রায় ৩০ হাজার কোটি ডলার। ফলে মুদ্রাস্ফীতি বেড়ে যাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top