ইউক্রেনের নাগরিকদের সুবিধা দিতে নতুন ডিক্রি সই পুতিনের

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২২, ২১:৩৯

ভ্লাদিমির পুতিন

ইউক্রেনের নাগরিকদের কিছু সুবিধা প্রদান করতে নতুন এক ডিক্রিতে ( সরকারি আদেশ) সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের যেসব পাসপোর্টধারীরা রাশিয়ায় প্রবেশ করেছেন তাদের স্থায়ী বসবাস ও সহজে কাজ পেতে এই ডিক্রি জারি করা হয়েছে।

এএফপির খবরে বলা হয়েছে, আজকের দিনের আগ পর্যন্ত ইউক্রেনের নাগরিকরা রাশিয়ায় ১৮০ দিনের মধ্যে একটানা সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারতেন। আরও বেশিদিন থাকতে এবং কাজ পেতে চাইলে তাদের বিশেষ অনুমোদন অথবা কাজের অনুমতিপত্র নিতে হতো।

কিন্তু রুশ প্রেসিডেন্টের নতুন ডিক্রি স্বাক্ষরের ফলে ইউক্রেনের পাসপোর্টধারী এবং রাশিয়ার স্বাধীন প্রজাতন্ত্র স্বীকৃতি দেওয়া ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলের মানুষরা নির্দিষ্ট সময়সীমা ছাড়াই রাশিয়ায় বসবাস করতে পারবেন। কাজ পেতে তাদের কোনো অনুমতি প্রয়োজন হবে না।

তবে এসব সুবিধা পেতে হলে আবেদনকারীদের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) দিতে হবে, ছবি জমা দেওয়া এবং মাদক ও কোনো সংক্রামক রোগ আছে কিনা তার পরীক্ষা করাতে হবে।

এর আগে চলতি বছরের জুলাইয়ে ইউক্রেনের নাগরিকদের রুশ নাগরিকত্ব পেতে শর্ত শিথিল করে ডিক্রি সই করেছিলেন প্রেসিডেন্ট পুতিন।

সূত্র: আল জাজিরা




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top