গর্বাচেভের শেষকৃত্যে যোগ দেবেন না রুশ প্রেসিডেন্ট

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২, ০২:৪৬

গর্বাচেভের শেষকৃত্যে যোগ দেবেন না রুশ প্রেসিডেন্ট

সাবেক সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভের শেষকৃত্যে যোগ দেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার পুতিনের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘বিদায় অনুষ্ঠান এবং অন্ত্যেষ্টিক্রিয়া ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে কিন্তু দুর্ভাগ্যবশত প্রেসিডেন্টের কাজের সময়সূচি তাকে (উপস্থিত হতে) সুযোগ দেবে না।’

পেসকভ জানান, পুতিন হাসপাতালে গর্বাচেভকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে পুতিনকে গর্বাচেভের কফিনের পাশে লাল গোলাপ রাখতে এবং গম্ভীরভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পুতিন কফিনের প্রান্ত স্পর্শ করার আগে রাশিয়ান অর্থোডক্স ফ্যাশনে ক্রসের চিহ্ন তৈরি করেন।

মঙ্গলবার ৯১ বছর বয়সে রাশিয়ার সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গর্বাচেভ। ১৯৯১ সালে পতন হয় সোভিয়েত ইউনিয়নের। এর ছয় বছর আগে ১৯৮৫ সালে ক্ষমতায় এসেছিলেন গর্বাচেভ। সমাজতন্ত্রের পতনের পর রাশিয়ায় যে অর্থনৈতিক দুর্দশার সৃষ্টি হয় তার জন্য গর্বাচেভকেই দায়ী করে থাকেন রুশরা।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top