চীনের সিচুয়ান প্রদেশে ৬.৮ মাত্রার ভূমিকম্প; নিহত ৪৬

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৬

চীনের সিচুয়ান প্রদেশে ৬.৮ মাত্রার ভূমিকম্প; নিহত ৪৬

চীনের সিচুয়ান প্রদেশে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন। গতকাল (সোমবার) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশটি ভূমিকম্পে কেঁপে ওঠে। ভূমিকম্পের ফলে ভূমিধসের সৃষ্টি হয় এবং বেশ কয়েকটি ভবন ধসে পড়ে।

এ পর্যন্ত ১৬ নিখোজ রয়েছেন এবং ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা যাচ্ছে, সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে সিচুয়ানের প্রাদেশিক রাজধানী চেংদু। শহরটিতে ২ কোটি ১০ লাখ মানুষের বসবাস রয়েছে। ভূমিকম্পের কারণে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু এলাকা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা সিচুয়ান প্রদেশে।

চীনের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চেংদু থেকে ২২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের লুডিং পার্বত্য এলাকা। যদিও এতে কেন্দ্রস্থলের ৫০ কিলোমিটার এলাকার মধ্যে থাকা বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে, প্রাদেশিক গ্রিড ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভূমিকম্পের পরপরই ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করে উদ্ধারকারী সংস্থা। উদ্ধারকাজ জোরদার করতে নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top