বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

মধ্যপ্রাচ্য পরিস্থিতি

আফগানিস্তানে ফের বোমা হামলায় শিশুসহ নিহত ৯

নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০, ০১:১৭

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আবারও রাজধানী কাবুলে শক্তিশালী গাড়ি বোমা হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, রোববার (২০ ডিসেম্বর) বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। প্রচণ্ড শব্দে বাড়ি-ঘর এবং দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়।

দেশটির সরকার বলছে, এটি একটি সন্ত্রাসী হামলা। একদিন আগেই দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনীর গিলান জেলায় ভয়াবহ বিস্ফোরণে ১৫ শিশু নিহত হয়। 

দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, গাড়িতে রাখা বোমা থেকে এই বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করেনি তালেবান অথবা আল-কায়েদা। তবে সম্প্রতি আফগানিস্তানের বেশ কয়েকটি হামলার দায় স্বীকারে করে বিবৃতি দেয় জঙ্গি গোষ্ঠী আইএস। 

এনএফ৭১/আরআর/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top