করোনার নতুন ধরন
যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিল ইউরোপীয় দেশগুলোর
নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০, ১৯:৪৫
ইন্টারন্যাশনাল ডেস্ক:
যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। ফলে ফের লক-ডাউনে গেছে দেশটি। নতুন ধরনের এই করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।
আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস ও বেলজিয়াম এরইমধ্যে দেশটির সাথে সব ফ্লাইট বাতিল করেছে। আরও বেশ কয়েকটি দেশ এমন পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
সোমবার (২১ ডিসেম্বর) সকালে ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে সমন্বিত প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হবে বলেও জানা গেছে।
করোনার নতুন ধরন লন্ডন এবং দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে দ্রুত ছড়িয়ে পড়েছে। দেশটির এক শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, করোনার নতুন রূপটি আরও মারাত্মক বা ভ্যাকসিনগুলির বিষয়ে আলাদাভাবে প্রতিক্রিয়া জানানোর কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে এটি ৭০ শতাংশেরও বেশি সংক্রামক।
এনএফ৭১/এনএম/২০২০
বিষয়: ইউরোপ যুক্তরাজ্য করোনাভাইরাস ফ্লাইট লক-ডাউন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।