শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

এখন যুদ্ধের সময় নয়, পুতিনের উদ্দেশে মোদি

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২, ১১:২৬

এখন যুদ্ধের সময় নয়, পুতিনের উদ্দেশে মোদি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ থেকে ফিরে আসতে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সমরকন্দে সাংহাই কো অপরাশেন অর্গানাইজেশনের বৈঠকে তিনি এ অনুরোধ করেছেন।

পুতিনের উদ্দেশে মোদি বলেছেন, এখন যুদ্ধের সময় নয়। এর মাধ্যমে তিনি রুশ প্রেসিডেন্টকে সাত মাস ধরে চলা ইউক্রেন যুদ্ধ থেকে ফিরে আসার প্রত্যক্ষ বার্তা দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

মোদি বলেছেন, ‘আমি জানি, এই যুগ যুদ্ধের নয়। আমি এ ব্যাপারে টেলিফোনে আপনাকে বলেছিলাম।’

পরে পুতিন জানান, তিনি ইউক্রেন নিয়ে ভারতীয় নেতার উদ্বেগের বিষয়টি বোঝেন। কিন্তু সংঘাত অবসানের জন্য মস্কো সাধ্য অনুযায়ী সব কিছু করেছিল।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top