বিক্ষোভে উত্তাল ইরান, সংঘর্ষে নিহত ৫

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ২১:০০

বিক্ষোভে উত্তাল ইরান, সংঘর্ষে নিহত ৫

হিজাব আইন ভঙ্গের অভিযোগে আটক তরুণীর পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল ইরান। এ ঘটনার প্রতিবাদে লোকজন রাস্তায় নামলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। এতে পাঁচ জন মারা যান। আহত হয়েছেন অন্তত ৭৫ জন। 

বুধবার (২১ সেপ্টেম্বর) বিবিসি’র এক খবরে বলা হয়েছে, ইরানের কুর্দিস্তান প্রদেশে ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ জন মারা যান। তবে মাহসা আমিনির মৃত্যুর পর থেকে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ হচ্ছে।

এদিকে, বিক্ষোভে ইরানের নিরাপত্তা বাহিনীর সহিংস প্রতিক্রিয়ার কড়া সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। 

গত ১৫ সেপ্টেম্বর ২২ বছর বয়সী মাহসা আমিনির নামে এক তরুণীকে আটক করে ইরানের নৈতিকতা পুলিশ। ওই তরুণীর বিরুদ্ধে হিজাব আইন ভঙ্গের অভিযোগ করে পুলিশ। তাকে আটকের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি প্রাণ হারান। পুলিশের দাবি, ওই তরুণী হার্ট অ্যাটাকে প্রাণ হারিয়েছেন।



বিষয়: ইরান নিহত


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top