• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


পশ্চিমা ৫ দেশের ভাড়াটে যোদ্ধাদের মুক্তি দিল রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২, ২১:৫৮

পশ্চিমা ৫ দেশের ভাড়াটে যোদ্ধাদের মুক্তি দিল রাশিয়া

ইউক্রেনে রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে লড়াইরত পশ্চিমা পাঁচ দেশের ১০ ভাড়াটে যোদ্ধাকে মুক্তি দিয়েছে মস্কো। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বড় ধরনের এই বন্দী বিনিময়ের চুক্তি করার ক্ষেত্রে সৌদি আরব মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (বুধবার) জানিয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই দশ বিদেশি ভাড়াটে যোদ্ধার মুক্তির জন্য মধ্যস্থতা করেছেন। ওই ১০ যোদ্ধা অন্তত পাঁচটি দেশ থেকে এসেছিল।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে- ক্রোয়েশিয়া, মরক্কো, সুইডেন, ব্রিটেন এবং আমেরিকা থেকে এইসব যোদ্ধা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেন গিয়েছিল। ওই ১০ বন্দীকে সৌদি আরবে নেয়া হয়েছে এবং এখন রিয়াদ সরকার তাদেরকে নিজ নিজ দেশে পাঠানোর চেষ্টা চালাচ্ছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানিয়েছে, যুবরাজ বিন সালমান ব্যক্তিগতভাবে এইসব বিদেশি নাগরিককে মুক্ত করার জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা করেছেন।

রাশিয়া বনাম ইউক্রেনের মধ্যকার এই বন্দী বিনিময় সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায় নি। তবে সোমবার তুর্কি প্রেসিডেন্ট রজব এরদোগান বলেছিলেন, ইউক্রেন এবং রাশিয়া ২০০ বন্দী বিনিময়ের জন্য সম্মত হয়েছে। এই সমঝোতা যদি বাস্তবায়ন হয় তবে এটি হবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় বন্দী বিনিময়ের চুক্তি।



বিষয়: রাশিয়া


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top