পারমাণবিক অস্ত্রের হুমকি পুতিনের
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৯
ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার তিনি পশ্চিমা দেশগুলোর উদ্দেশ্যে বলেছেন, তিনি কোনো ফাঁকা হুমকি দিচ্ছেন না।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বুধবার প্রথমবারের মতো রিজার্ভ সেনা তলব করেছে রাশিয়া। মূলত ইউক্রেনের ওপর হামলা জোরদারের জন্যই পুতিন এই সেনাদের তলব করেছেন।
পুতিন জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া ভাষণে বলেছেন, ‘যদি আমাদের দেশের আঞ্চলিক অখণ্ডতা হুমকির সম্মুখীন হয়, আমরা সন্দেহাতীতভাবে রাশিয়া এবং আমাদের জনগণকে রক্ষা করার জন্য সব উপায় ব্যবহার করব - এটি ফাঁকা বুলি নয়।’
রাশিয়ার সীমানান্তের কাছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে পুতিন অভিযোগ করেন, পশ্চিমারা তার দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। তারা মস্কোর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের বিষয়ে আলোচনা করে ‘পারমাণবিক ব্ল্যাকমেল’ করছে। রাশিয়ায় সামিরক অভিযান চালাতে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন উৎসাহিত করছে।
পুতিন বলেন, ‘তাদের আক্রমণাত্মক রুশবিরোধী নীতিতে পশ্চিমা বিশ্ব সীমা অতিক্রম করেছে। এটা কোনো ফাঁকা বুলি নয়। যারা পারমাণবিক অস্ত্র দিয়ে আমাদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে তাদের জানা উচিত, পরিস্থিতি তাদের দিকে ঘুরতে পারে এবং তাদের লক্ষ্যবস্তু বানাতে পারে।’
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।