অস্কার বয়কটের সিদ্ধান্ত রাশিয়ার
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ১১:০৩
অস্কার বয়কটের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। অস্কার মনোনয়ন কমিশনের প্রধান মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য চলচ্চিত্র জমা দেবে না দেশটি। এ সিদ্ধান্তের পরই পদত্যাগের ঘোষণা দিয়েছেন রাশিয়ার অস্কার মনোনয়ন কমিশনের চেয়ারম্যান পাভেল চুখরে।
রাশিয়ান একাডেমি সোমবার এক বিবৃতিতে বলেছে, ২০২২ সালে অস্কার পুরস্কারের জন্য চলচ্চিত্র মনোনীত না করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া ফিল্ম একাডেমি। মঙ্গলবার অস্কার মনোনয়ন কমিশনের চেয়ারম্যান পাভেল চুখরে এক চিঠিতে বলেন, রাশিয়ার এই সিদ্ধান্তের পরে তিনি পদত্যাগ করছেন। তিনি বলেন, এটি একটি অবৈধ সিদ্ধান্ত।
১৯৯৪ সালে প্রবীণ চলচ্চিত্র নির্মাতা নিকিতা মিখালকভ পরিচালিত বার্ন্ট বাই দ্য সান দিয়ে রাশিয়া সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম পুরষ্কার জিতেছিল।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রথমবারের মতো দেশটি মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র পুরস্কার বর্জন করছে।
সূত্র: ইউরো নিউজ, ডেডলাইন ডটকম, গার্ডিয়ান
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।