বিশ্বে কলেরার ‘উদ্বেগজনক’ প্রাদুর্ভাব

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২২, ১০:১৪

বিশ্বে কলেরার ‘উদ্বেগজনক’ প্রাদুর্ভাব

কয়েক বছর পর, বিশ্বে ফের কলেরার ‘উদ্বেগজনক’ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সতর্কবার্তা দিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের প্রথম নয় মাসেই ২৬টি দেশে কলেরার প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে। অথচ ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে প্রতি বছর ২০টিরও কম দেশে কলেরার প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে।

কলেরা ও ডায়রিয়াজনিত মহামারির বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বদানকারী দলের প্রধান ফিলিপ বারবোজা জেনেভায় সাংবাদিকদের বলেছেন, ‘কয়েক বছর কম থাকার পর, আমরা গত এক বছরে বিশ্বজুড়ে কলেরার প্রাদুর্ভাবের উদ্বেগজনক উত্থান দেখছি। আমরা কেবল আরও প্রাদুর্ভাবের খবরই প্রাচ্ছি না, বরং এগুলো আও বড় এবং আরও মারাত্মক রূপ নিচ্ছে।’

তিনি জানান, ২০২১ সালে রিপোর্ট করা গড় মৃত্যুর হার আগের পাঁচ বছরের তুলনায় প্রায় তিনগুণ বেড়েছে। প্রচলিত কারণ ছাড়াও দারিদ্র্য ও সংঘাত এবং জলবায়ু পরিবর্তন নতুন করে কলেরার প্রাদুর্ভাবের জন্য দায়ী।

বারবোজা বলেন,‘বন্যা, ঘূর্ণিঝড় ও খরার মতো চরম জলবায়ুর ঘটনাগুলো বিশুদ্ধ পানির সরবরাহকে আরও কমিয়ে দেয় এবং কলেরা ছড়িয়ে পড়ার জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করে।’

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top