ফ্রান্সে তিন পুলিশ সদস্যকে গুলি করে হত্যা
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ০০:২০
ফ্রান্সের কেন্দ্রীয় পুই ডে ডোম এলাকায় এক বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও একজন আহত হয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্সসহ একাধিক গণমাধ্যম।
বুধবার(২৩ডিসেম্বর) ৪৮ বছর বয়সী এক ব্যক্তি পুলিশকে লক্ষ করে গুলি চালায়। স্থানীয় প্রশাসন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, পারিবারিক সহিংসতার ঘটনায় পুলিশের কাছে সহায়তা চেয়ে ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক নারীকে উদ্ধারের চেষ্টা করেন। এসময় অভিযুক্ত পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এক পর্যায়ে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এদিকে, বন্দুকধারীকে আটকের ব্যাপারে অভিযান চলছে বলে জানিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এনএফ৭১/এবিআর/২০২০
বিষয়: ফ্রান্স পুলিশ সদস্য
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।