সৎ ও অসৎ-্এর মধ্যকার সর্বশেষ যুদ্ধের মুখোমুখি হতে পারে বিশ্ব: বাইডেন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২, ০৪:৪৯
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করেন তাহলে বিশ্বকে সৎ ও অসতের মধ্যকার সর্বশেষ যুদ্ধের মুখোমুখি হতে হবে। বৃহস্পতিবার তার দল ডেমোক্রেটিক পার্টির তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন।
গত ৬০ বছরের মধ্যে বিশ্বকে এ ধরনের পারমাণবিক হুমকি বা সঙ্কটের কবলে পড়তে হয়নি বলেও মন্তব্য করেছেন বাইডেন।
তিনি বলেছেন, ‘কেনেডি ও কিউবার ক্ষেপণাস্ত্র সঙ্কটের পর থেকে আমরা আর কখনও সর্বশেষ যুদ্ধের সম্ভাবনার মুখোমুখি হইনি।’
রুশ প্রেসিডেন্ট পুতিনের দিকে ইঙ্গিত করে বাইডেন বলেন, ‘আমরা এমন একজন লোক পেয়েছি যাকে আমি মোটামুটি ভালোভাবে চিনি। যখন তিনি কৌশলগত পারমাণবিক অস্ত্র বা জৈবিক বা রাসায়নিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার সম্পর্কে কথা বলেন তখন তিনি রসিকতা করেন না। কারণ আপনারা হয়তো বলতে পারেন তার সামরিক বাহিনী উল্লেখযোগ্যভাবে দুর্বল।’
মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ইউক্রেনকে সমর্থন করা থেকে বিরত রাখতে পুতিন ও তার কর্মকর্তারা বারবার রাশিয়ার পারমাণবিক অস্ত্রা ব্যবহার করার হুমকি দিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, কিয়েভকে আলোচনায় বসতে এবং ভূখণ্ড হস্তান্তরে বাধ্য করতে স্বল্প পরিসরের ‘কৌশলগত’ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের পাল্টা আক্রমণ থামানোর চেষ্টা করতে পারেন তিনি।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।