ডলারের বিপরীতে ইয়েনের মান ৩২ বছরের মধ্যে সর্বনিম্নে

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২, ০৪:৫৯

ডলারের বিপরীতে ইয়েনের মান ৩২ বছরের মধ্যে সর্বনিম্নে

৩২ বছরের মধ্যে জাপানি ইয়েনের দাম মার্কিন ডলারের বিপরীতে সবচেয়ে বেশি কমেছে। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

শুক্রবার এক মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের বিনিময় মূল্য ছিল ১৪৭ দশমিক ৬৬।

জাপানের অর্থমন্ত্রী শুনিচি সুজুকি বলেছেন, সরকার মুদ্রার অস্থিরতার বিরুদ্ধে ‘যথাযথ ব্যবস্থা’ নেবে।

গত মাসে মুদ্রার অবমূল্যায়ন রোধে জাপান প্রায় দুই হাজার কোটি ডলার খরচ করেছিল। যা দেশটির জন্য একটি বিরল পদক্ষেপ।

ওয়াশিংটন ডিসিতে জি-৭ এর অর্থমন্ত্রীদের বৈঠকে যোগদানের পর সুজুকি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা অনুমানমূলক পদক্ষেপের মাধ্যমে পরিচালিত মুদ্রা বাজারে অত্যধিক অস্থিরতা সহ্য করতে পারি না। আমরা জরুরিভিত্তিতে মুদ্রার গতিবিধি পর্যবেক্ষণ করছি।’

মুদ্রার অবমূল্যায়ন রোধে এর আগে ১৯৯৮ সালে সরকার মুদ্রাবাজারে হস্তক্ষেপ করেছিল। ওই সময় ২৪ বছরের মধ্যে জাপানি ইয়েনের দাম ডলারের বিপরীতে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top