• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


তুরস্কে কয়লার খনিতে বিস্ফোরণ, নিহত ২৫

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২, ১৯:৩৯

তুরস্কে কয়লার খনিতে বিস্ফোরণ, নিহত ২৫

তুরস্কের একটি কয়লার খনিতে বিস্ফোরণে ২৫ জন নিহত হয়েছেন। এখনও আটকা আছে অনেক।

শনিবার (১৫ অক্টোবর) বিবিসি’র এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার বিকেলে কৃষ্ণসাগরের উপকূলে আমরাসা এলাকায় অবস্থিত কয়লার খনিতে এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণের সময় প্রায় ৩০০ লোক কাজ করছিলো ওই কয়লাখনিতে এবং তাদের অবস্থান ছিলো ভূগর্ভের প্রায় ৩০০ মিটার নিচে।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা জানান, খনিতে আটকা পড়াদের মধ্যে ১১ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিস্ফোরণের পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে তারা কাজ করছে। দুর্ঘটনার পর নিখোঁজদের স্বজনরা সেখানে ভিড় করেন।

সামাজিক যোগাযোগ মাধ‌্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, যাদের উদ্ধার করা হয়েছে তাদের অবস্থা খুবই শোচনীয়।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সৌলু জানান, খনির ৩০০ থেকে ৩৫০ মিটার গভীর অংশটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল। দুর্ঘটনার সময় সেখানে প্রায় ৪৯ জনের মতো শ্রমিক কাজ করছিলো। ঠিক কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top