ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও দফায় দফায় বিস্ফোরণ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২, ০০:১৯
ফের ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ অক্টোবর) দেশটির রাজধানীতে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
অবশ্য এর আগেই কিয়েভজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়। খবর বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর কিয়েভের কেন্দ্রীয় শেভচেঙ্কিভস্কি এলাকার আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র ভিটালি ক্লিটসকো।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক বলেছেন, তথাকথিত কামিকাজে ড্রোন থেকে এই হামলা চালানো হয়েছে।
সপ্তাহখানেক আগে ইউক্রেনের ৪০টিরও বেশি শহর ও বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। দিনের ব্যস্ততম সময়ে দেশজুড়ে চালানো ওই ক্ষেপণাস্ত্র হামলায় ১৯ ইউক্রেনীয় প্রাণ হারান।
বিবিসির পল অ্যাডামস বলেছেন, সোমবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে কিয়েভে এই বিস্ফোরণগুলো ঘটে।
সোশ্যাল মিডিয়া সাইট টেলিগ্রামে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, তারা শেভচেঙ্কিভস্কি জেলায় ছিলেন। গত সপ্তাহেও এই এলাকাটি বেশ কয়েকটি রুশ ক্ষেপণাস্ত্রের হামলার শিকার হয়।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।