যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নিয়েছে ১০ লাখের বেশি মানুষ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ০১:২১

মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ দিনে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। ফরাসি বার্তা সংস্থা এএফপি এর প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনটিতে এই ঘটনাকে দেশটির ইতিহাসে বৃহত্তম টিকাদান কর্মসূচির এক মাইলফলক বলে উল্লেখ করা হয়েছে।

সেই সাথে আরও জানানো হয়েছে, গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের প্রায় ৩০ লাখ টিকা আনা হয়েছে। এ সপ্তাহে ফাইজারের আরও ২০ লাখ ও মডার্নার ৬০ লাখ ডোজ টিকা পাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে যুক্তরাষ্ট্র সরকারের।

অন্যদিকে, মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড বলেছেন, যুক্তরাষ্ট্রে গত ১৪ ডিসেম্বর এ দেশের ইতিহাসের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ পর্যন্ত ১০ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। এটি একটি ঐতিহাসিক মাইলফলক। তবে আমরা স্বীকার করছি, আমাদের সামনের পথ চ্যালেঞ্জের।

এনএফ৭১/জেএস/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top