ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২, ০২:০১
ভারতে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তীর্থযাত্রীও রয়েছেন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দেশটির উত্তরাখণ্ড রাজ্যে এই ঘটনা ঘটে। খবর এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার উত্তরাখণ্ডের কেদারনাথের কাছে তীর্থযাত্রীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে দুই পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সংবাদমাধ্যম বলছে, ফাটা থেকে কেদারনাথগামী হেলিকপ্টারটি গুরু চাট্টির কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। কর্মকর্তারা বলছেন, এ পর্যন্ত ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
কেদারনাথ থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় বলেও জানিয়েছে এনডিটিভি। এরপরই সেটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। পাহাড়ের ঢালে উদ্ধার কাজ শুরু হয়েছে বলে খবর।
দুর্ঘটনার পর কেদারনাথ যাত্রীদের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, পাহাড়ের ঢালে একটি জায়গায় ভেঙে পড়েছে হেলিকপ্টারটি। তার টুকরো ছড়িয়ে রয়েছে চারিদিকে। আগুনও জ্বলতে দেখা যাচ্ছে হেলিকপ্টারের ভেঙে পড়া অংশ থেকে।
বিষয়: ভারত হেলিকপ্টার বিধ্বস্ত
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।