• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


রাশিয়াকে ‘কামিকাজে ড্রোন’ দিয়ে রক্তমাখা টাকা আয় করছে ইরান: জেলেনস্কি

রায়হান রাজীব | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২, ০৪:৩৮

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি

ইরানকে দায়ী করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, রাশিয়াকে ‘কামিকাজে ড্রোন’ দিয়ে তারা রক্তমাখা টাকা নিচ্ছে। এসব ড্রোন ইউক্রেনের বিরুদ্ধে প্রাণনাশক হামলা চালাচ্ছে।

সেপ্টেম্বরে ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা বেড়ে যায়। যুক্তরাষ্ট্র জানায় শহীদ-১৩৬ নামের ড্রোন ইরানের কাছ থেকে কিনে এনেছে রাশিয়া। তবে এসব দাবি অস্বীকার করেছে ইরান। যদিও ইরানের ড্রোন ব্যবহার করার একাধিক প্রমাণ পাওয়ার দাবি করেছে ইউক্রেন।

বুধবার ইরানের সমালোচনা করে জেলেনস্কি কানাডার সিটিভিকে বলেন, আমি ইরানের নেতৃবৃন্দকে বিশ্বাস করি না। তারা প্রকাশ্যে সবকিছু অস্বীকার করে, বলে আমরা কিছু বিক্রি করিনি। কিন্তু আমরা এখানে দেখি, ইউক্রেনে, শহরে, বেসামরিক স্থাপনায়, স্কুলে, বিশ্ববিদ্যালয়ে (ইরানি ড্রোন দিয়ে) কয়েকশ হামলা এবং এগুলো আমাদের জ্বালানি অবকাঠামো বন্ধ করে দিচ্ছে।

তিনি আরও বলেন, ইরান তাদের ড্রোন সরবরাহ করছে। তাদের হত্যা সরবরাহ করছে, ইউক্রেনের মানুষের হত্যা সরবরাহ করছে। এটিতেই তারা সম্মত হয়েছে। টাকার জন্য সম্মত হয়েছে। রক্তমাখা টাকা ইরান আয় করছে। খবর: সিএনএন

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top