ছেঁড়া-ফাটা জিন্স প্যান্ট বিক্রি হলো ৭৭ লাখ টাকায়
রায়হান রাজীব | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২, ০৮:২৩
জোড়া জিন্সের দাম কতইবা হতে পারে, বড়জর দামী জিন্স হলে ২০-৩০ হাজার। তাই বলে ৭৭ লাখ টাকা! অবাক লাগলেও এমনই জিন্সের সন্ধান মিলেছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো শহরে। সম্প্রতি, নিলাম থেকে প্যান্টটি কিনেন কাইল হাপার্ট নামে ২৩ বছর বয়সী এক যুবক।
কত বয়স হতে পারে এই জিন্সের? শুনলে চমকে যাবেন। প্রায় ১৮৮০ সাল নাগাদ বানানো হয়েছে এই প্যান্ট। ডেনিমের ইতিহাস-চর্চাবিদ মাইকেল হ্যারিস জানিয়েছেন, এখনও পর্যন্ত যত পুরনো জিন্স পাওয়া গেছে, তার মধ্যে এই প্যান্টটিই সবচেয়ে প্রাচীন।
জানা যায়, নিলামে ১৪২ বছরের পুরোনো এই প্যান্টের দাম ধরা হয় ৭৬ হাজার ডলার। বাংলাদেশী মুদ্রায় যা দাঁড়ায় ৭৭ লাখ টাকায়।
এবার প্রশ্ন উঠছে, এই প্যান্টটির কেন এত দাম? কারণ এটি এখনও পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরনো জিন্স প্যান্টের একটি এবং ডেনিম প্রস্তুতকারক আন্তর্জাতিক কোম্পানি লিভাইসের তৈরি সবচেয়ে পুরনো জিন্সগুলোর একটি।
কিন্তু কোথায় ছিল এই প্যান্টটি? কে পরেছিলেন এটি? জানা যায়, এটি কয়েক বছর আগে একটি পরিত্যক্ত খনি থেকে পাওয়া যায়। বহু বছর আগে আমেরিকার সেই খনি বন্ধ করে দেয়া হয়।
সেই সময়ে শক্ত জিন্সের প্যান্ট বানানো হত খনি শ্রমিকদের জন্য। কারণ পাতলা প্যান্ট বেশি দিন টিকত না তাদের। সেই কারণেই এই ধরনের প্যান্টের প্রচলন শুরু হয়। আমেরিকার জামাকাপড়ের ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অংশ। সেই ইতিহাসেরই গুরুত্বপূর্ণ অধ্যায়ে থেকে যাবে এই প্যান্ট।
এক প্রতিবেদনে বলা হয়, বিরল এ প্যান্ট দু’টি যে সময় তৈরি করা হয়েছিল তখন বিশ্বে ছিল না বিমান, ছিল না ট্রাফিক লাইট, ছিল না রেডিও।
কাইলে হুপার্ট জানিয়েছেন, এটি তার সংগ্রহের অন্যতম একটি নিদর্শন হিসেবেই থাকবে। তার নিজের সংগ্রহে এত প্রাচীন কোনও কিছুই নেই।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।